ঢাকা   মঙ্গলবার
২৬ নভেম্বর ২০২৪
১১ অগ্রাহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আড়তে অভিযান চালিয়ে ৮ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ

agri24.tv

প্রকাশিত: ১২:৫৪, ৯ নভেম্বর ২০২৪

আড়তে অভিযান চালিয়ে ৮ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ

চাষ ও বাজারজাত করণ নিষিদ্ধ পিরানহা মাছ। দেখতে রূপচাদা মাছের হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ি রূপচাদা নামেই বিক্রি করে থাকেন। নিষিদ্ধ পিরানহা বিক্রির খবর পেয়ে শুক্রবার সকালে ত্রিশালে মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৮ মণ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

জানা গেছে, ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের বাসিন্দা আবদুল মালেক ৮ মণ পিরানহা মাছ নিয়ে আসেন ত্রিশালের রাখাল বাবুর আড়তে। খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, মামুনুর রশিদ ও জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আবদুল মালেক মাছ রেখেই পালিয়ে যান। জব্দ করা হয় ৮ মণ পিরানহা। পরে জব্দ মাছগুলো ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুমের উপস্থিতিতে সুতিয়া নদীর পাশে গর্ত করে কেরোসিন ঢেলে মাটির নিচে পুতে রাখা হয়।

স্থানীয়রা জানান, ত্রিশাল মৎস্য আড়তে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নিষিদ্ধ পিরানহা বিক্রি করতে নিয়ে আসেন। দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম জানান, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হওয়ায় চাষ ও বাজারজাত করণ নিষিদ্ধ পিরানহা। নিষিদ্ধ থাকা সত্বেও কিছু অসাধু ব্যবসায়ি গোপনে চাষ ও বাজারজাত করে থাকেন।

সর্বশেষ