চলতি বছরে বৃষ্টিপাত বেশি হওয়ায় মাছের উৎপাদন বেড়েছে খাগড়াছড়ির কাপ্তাই লেকে। দেখা মিলছে দেশি-বিদেশিসহ অনন্ত ৭৫ প্রজাতির মাছ। এতে খুশি প্রায় ছয় হাজার জেলে পরিবার। মৎস্য কর্মকর্তারা বলছেন, উৎপাদন বৃদ্ধির কারণে সারাবছর মাছ আহরণ করতে পারবে জেলেরা। বাড়বে রাজস্ব আয়।
বিগত বছরগুলোতে কাপ্তাই লেকে পানি কম থাকায় অধিকাংশ মাছ ধরা পড়ে জেলেদের জালে। কম সময়ে বেশি মাছ ধরায় কিছুদিন পর লেকে দেখা দেয় মাছ সংকট। এতে বিপাকে পড়ে প্রায় ছয় হাজার জেলে।
তবে এবার বৃষ্টি বেশি হওয়ায় পানি বাড়ার সাথে সাথে বেড়েছে মাছের উৎপাদন। ধরা পড়ছে পর্যাপ্ত মাছ। কাঙ্খিত লক্ষ্যমাত্রায় মাছ ধরা পরায় খুশি ব্যবসায়ীরা । মৎস আহরণ বাড়াতে নদী খনন করে নাব্যতা ফেরানোর দাবি ব্যবসায়ীদের।
সঠিক সময়ে মৎস আহরণ শুরু করতে পেরে লাভবান জেলেরা। গত অর্থ বছরে মহালছড়ি মৎস অবতরণ কেন্দ্র থেকে রাজস্ব আদায় হয়েছে এক কোটি ৪ লাখ টাকা। এবার রাজস্ব আয় দিগুণ হবে আশ্বা সংশ্লিষ্টদের।