
মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের মওফেল ভূইয়া তার পালিত বিশাল আকৃতির গরুটিকে আদর করে নাম রেখেছেন রাজাবাবু। গত কোরবানী ঈদে রাজাবাবুর দাম ৩০ লাখ হাঁকিয়েছিলেন মওফেল ভূইয়া। গরুটিকে জেলার সবচেয়ে বড় গরু হিসেবে দাবি করেন তিনি।
তিনি জানান, ঢাকার গাবতলী নিয়ে গেলেও গতবছর অবিক্রিত থেকে যায় রাজাবাবু। এবছর দাম কমিয়ে খরচের টাকা পেলেই বিক্রি করতে চান শখের রাজাবাবুকে। রাজাবাবুকে নিয়ে এবার চরম বিপাকে পড়েছেন তিনি।
মওফেল ভূইয়া জানান, এ পর্যন্ত গরুটি লালন-পালন করতে প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে তার। গতবছর গরুটির দাম হাকানো হয়েছিল ৩০ লাখ টাকা। এবার কোরবানী ঈদে খরচের টাকা পেলেই বিক্রি করতে চাই।
তিনি আরও জানান, দেশীয় পদ্ধতিতে লালন-পালন করায় গত বছরের চেয়ে এবছর গরুটির আকার আরও বড় হয়েছে। দূর-দূরান্ত থেকে দর্শনার্থী আসছেন গরুটি দেখতে।