ঢাকা   মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬

‘জাত উন্নয়নের অগ্রপথিক’ স্লোগানে যশোরে কৃত্রিম প্রজননকর্মী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৮, ২৩ এপ্রিল ২০২৪

আপডেট: ২২:০৯, ২৩ এপ্রিল ২০২৪

‘জাত উন্নয়নের অগ্রপথিক’ স্লোগানে যশোরে কৃত্রিম প্রজননকর্মী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাঁকজমকপূর্ণভাবে যশোরে অনুষ্ঠিত হলো ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের বার্ষিক সম্মেলন-২০২৩। ‘জাত উন্নয়নের অগ্রপথিক’ এই স্লোগানকে সামনে নিয়ে শনিবার যশোরের খোলাডাঙ্গায় ব্র্যাকের লার্নিং সেন্টারে ১৯২ জন কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনের উদ্দেশ্য কর্মীদের কাজের মূল্যায়ন ও পুরুষ্কৃত করা, খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী দিনে আরো অধিক উন্নত সেবা প্রদান, খামারি পর্যায়ে পৌঁছে দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা।

অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, ব্র্যাক সুশৃঙ্খলভাবে কৃত্রিম প্রজনন কার্যক্রম করছে। খামারিকে কখন কৃমি ওষুধ, কখন সিমনে প্রয়োগ করতে হবে, সবুজ ঘাষ খাওয়াতে হবে সেসব বিষয়ে খামারিদের পরামর্শ দিয়ে সচেতন করতে প্রধান অতিথি কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের নির্দেশ দেন। তিনি আরো বলেন, খামারিদের সাথে অসততা না করে তাদের বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের উপার্জনের পথ সুযোগ থাকবে। বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, ব্র্যাক ঢাকার অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ডা. শওকত আলী, জোনাল সেলস ম্যানেজার এম এ মান্নান, খুলনা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার আবুল হোসেন খান, ব্র্যাক ঝিনাইদহ জেলা সমন্বয়কারী শিপ্রা বিশ্বাস, যশোর জেলা সমন্বয়কারী আলমাসুর রহমান, লার্নিং সেন্টারের অপারেশন ম্যানেজার আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানে ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার ১৯২ জন কর্মী অংশ নেন। ২০২১ ও ২০২২ সালে যেসব কৃত্রিম প্রজনন সেবাকর্মী ভালো কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়।

প্রসঙ্গত, কৃষকের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে ব্র্যাক ১৯৮৭ সালে কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়ন কার্যক্রম হাতে নেয়। সে সময়ে দেশি জাতের গবাদীপশু কম ছিল, তাই দুধ উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কৃত্রিম প্রজনন সেবাকে খামারিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ব্র্যাক প্রাণিসম্পদ অধিদপ্তর হতে তরল সিমেন নিয়ে এই কার্যক্রম শুরু করে। তরল সিমেনের মাধ্যমে কৃত্রিম প্রজনন সেবা প্রদান করার ফলে দেশি গরুর জাত উন্নয়ন প্রক্রিয়া কিছুটা গতি লাভ করলেও এই তরল সিমেনের সংরক্ষণ ও গুণগত মান রক্ষা করা কঠিন ছিল। তাই গুণগত মানের কৃত্রিম প্রজনন সেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০০০ সালে ব্র্যাক নিজস্ব বুল স্টেশনে হিমায়িত সিমেন উৎপাদন শুরু করে। বর্তমানে ব্র্যাকের ২ টি বুল স্টেশনে ৪ হাজারের অধিক কর্মী দেশের ৬৪ জেলায় নিয়োজিত থেকে প্রতিবছর লাখ লাখ গাভীকে কৃত্রিম প্রজনন সেবা প্রদান করে যাচ্ছে।

সর্বশেষ