ঢাকা   মঙ্গলবার
২২ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

হঠাৎ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড আট গ্রাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩২, ২১ এপ্রিল ২০২৫

হঠাৎ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড আট গ্রাম

হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায় । ঝড়ে গাছপালা ও কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। এতে উপজেলার অন্তত আট গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কালবৈশাখী ঝড়টি প্রায় ১০ মিনিটি স্থায়ী হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ঝড়ে উপজেলার পৌরসদরসহ প্রায় ৮থেকে ৯টি গ্রামের ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা ভেঙে পাওয়ার খবর পাওয়া গেছে। সবশেষ সন্ধ্যয় এ রিপোর্ট লিখা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে উত্তর-দক্ষিণ দিক থেকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় আঘাত আনে। উপজেলার পৌরসদরের শ্রীরামপুর, মালিডাঙ্গা, মিঠাপুর, নওয়াপাড়া, হিদাডাঙ্গা, বুড়াইচ, বাকাইলসহ বেশ কয়েকটি গ্রাম এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।

শ্রীরামপুর গ্রামের কাসেম সরদার বলেন, হঠাৎ করে বৃষ্টি ও প্রচণ্ড বাতাসে ঘরবাড়ি গাছপালা উপড়ে পড়ে। ঝড়ে ঘর ভেঙে গেছে।

বাকাইল গ্রামের বিভাষ মন্ডল বলেন, ঝড়ে আমার দুই তিনটি রেন্ট্রি গাছ ও ঘর ভেঙ্গে গেছে। ধান ও সবজি ক্ষেতের বেশ ক্ষতি হয়েছে। মাত্র ১০ মিনিটের ঝড়ে অনেক ক্ষতি হয়েছে।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ বলেন, হঠাৎ ঝড়ে আমার ওয়ার্ডের বেশ কয়েকটি ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ঝড়ে গাছপালার কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। ধান ও বিভিন্ন ধরনের সবজির কিছুটা ক্ষতি হলেও ফসলের বড় ধরনের ক্ষতি হয়নি।

আলফাডাঙ্গা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ফাহিম হোসাইন ইভান বলেন, কালবৈশাখী ঝড়ে উপজেলার পৌরসদরসহ অন্তত ৭-৮ টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। অনেক জায়গায় বৈদ্যুতিক তার ছিড়ে গেছে। সকাল ১০টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ চলছে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে