
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিট থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টি হতে পারে।
দেশের ১২ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিট থেকে বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা ও সিলেটের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে ঝড়োবৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্ধ্যায়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বৃষ্টি হয়েছে।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে