ঢাকা   মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬

কোরবানির ঈদে গরু আমদানির কোন পরিকল্পনা সরকারের নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩২, ২৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১১:৩২, ২৯ এপ্রিল ২০২৪

কোরবানির ঈদে গরু আমদানির কোন পরিকল্পনা সরকারের নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

আসন্ন কোরবানির ঈদে সরকারের গরু আমদানির কোনো পরিকল্পনা নেই, দেশীয় খামারিদের উৎসাহদান ও সহযোগিতার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এর দাম রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।

তিনি আজ রোববার দুপুরে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত ৪১ তম বিসিএস লাইভস্টক ও মৎস্য ক্যাডারের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন  পোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, গবাদি পশুর রোগবালাই নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, সেই লক্ষে ভেটোরিনারি হাসপাতালগুলোর উন্নয়নে বর্তমান সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ