ঢাকা   শনিবার
১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে কারিগরি শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৪, ১৮ এপ্রিল ২০২৫

কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে কারিগরি শিক্ষার্থীরা

ছয় দফা দাবির ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী- শুক্রবার (১৮ এপ্রিল) সারা দেশে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন তারা।

সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফেসবুক বার্তায় ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ দফা দাবি আদায়ে এ কর্মসূচি বাস্তবায়নে আহ্বান জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। 

বিষয়টি নিশ্চিত করে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যনিবাহী সদস্য জুবায়ের পাটোয়ারী জানান, আজ বৈঠকের পরেও দাবির বিষয়ে সন্তোষজনক সাড়া ও সিদ্ধান্ত না আসায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট বাদ জুমা একযোগে ‘৮৭ এর কাফন আন্দোলন’ এর ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে