ঢাকা   শুক্রবার
১৪ মার্চ ২০২৫
২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

শাস্তি পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৪, ১৩ মার্চ ২০২৫

শাস্তি পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক পরীক্ষার্থী

২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় সারাদেশে কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বন করার অপরাধে তিন শতাধিক পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে বলা হয়েছে, ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পর্যবেক্ষক ও প্রধান পরীক্ষকের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ পর্যালোচনায় গত ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত অসদুপায় অবলম্বনকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন ধারা অনুযায়ী শিক্ষার্থীদের শাস্তির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা বিভিন্ন মেয়াদে শাস্তি পান। 

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।