শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর জন্য, অনার্স শেষে কালো গাউন পরে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ একটি স্বপ্নের মতো। বছরের পর বছর পড়াশোনা, পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের পর এই অনুষ্ঠানটি তাদের সকল পরিশ্রমের ফল হিসেবে বিবেচিত হয়। কিন্তু, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই স্বপ্ন বারবার বিলম্বিত হয়ে আসছে।
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ২২ বছর পরেও মাত্র একবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ২০১৫ সালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উপস্থিতিতে এই প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এ সমাবর্তনে অংশ নেন ২০০১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা।
এরপর থেকে ৭ বছরেরও বেশি সময় ধরে দ্বিতীয় কোনো সমাবর্তন হয়নি। এই বিলম্বে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তারা মনে করেন, তাদের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে সমাবর্তন একটি অপরিহার্য অনুষ্ঠান।
তবে সমাবর্তন নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ থাকলেও এ ব্যাপারে কোনো ভাবনা নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, স্বৈরাচারী শাসন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সমাবর্তন আয়োজন করা সম্ভব হচ্ছে না।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, স্বৈরাচারের দোষর ও বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু থাকাকালীন সময়ে সমাবর্তন আয়োজন করতে চাই না। পরবর্তী রাষ্ট্রপতি আসলে যতদ্রুত সম্ভব সমাবর্তন এর তারিখ ঘোষণা করা হবে।