শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নতুন বছরের ক্যালেন্ডারে ঠাঁই পেয়েছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। গতকাল মঙ্গলবার শেকৃবির ২০২৫ সালের ওয়াল ক্যালেন্ডার প্রকাশ করা হয়। ক্যালেন্ডারের নকশা করা হয়েছে ২০২৪ সালের রক্তাক্ত ‘জুলাই অভ্যুত্থান’ উপলক্ষে শেকৃবির বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের হাতে আঁকা গ্রাফিতির সমন্বয়ে।
ক্যালেন্ডারটিতে দেখা যায়, মোট পাঁচটি গ্রাফিতির ছবি কোলাজ করে ক্যালেন্ডারের ওপরের অংশে স্থান দেওয়া হয়েছে।
মাঝখানে বৃত্তঘেরা লাল-সবুজের ওপর কালো কালিতে আঁকা হয়েছে ‘রক্ত দিয়ে পেয়েছি বাংলাদেশ’। ডানপাশে ওপরের অংশে কালো ব্যাকগ্রাউন্ডের ওপর লাল ও হলুদ কালিতে আঁকা হয়েছে ‘গণজোয়ার ২০২৪’। ঠিক এর নিচের ছবিতেই দেখা যায়, হলুদ ব্যাকগ্রাউন্ডের ওপর সবুজ ও লাল কালিতে আঁকা হয়েছে ‘স্বাধীনতা ৩৬ জুলাই ২৪’। বাঁ পাশে নিচের ছবিতে দেখা যায়, হলুদ ব্যাকগ্রাউন্ডের ওপর লাল কালিতে আঁকা হয়েছে মুষ্টিবদ্ধ হাতে চারটি কালো শিকল।