ঢাকা   মঙ্গলবার
২৬ নভেম্বর ২০২৪
১১ অগ্রাহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, জানা যাবে আজ

agri24.tv

প্রকাশিত: ০৯:৫০, ২৪ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, জানা যাবে আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কমিটি সভায় বসছে আজ রোববার (২৪ নভেম্বর)। এতে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এর আগে কমিটির প্রথম ও প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৩ নভেম্বর।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। তবে এতে ভর্তি সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে একাধিক সূত্র। আজকের সভায় এ সংক্রান্ত দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

আগের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, ভর্তি কমিটির প্রাথমিক সভা হয়েছে। কিন্তু সভায় ভর্তি পরীক্ষা কবে, কীভাবে নেওয়া হবে এসব বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ২৪ নভেম্বর আবার ভর্তি কমিটির সভা ডাকা হয়েছে। আশা করা যায়, সে সভায় কিছু একটা সিদ্ধান্ত আসবে।

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির প্রথম সভা হয়েছে। সেখানে ভর্তি কমিটির সদস্যরা তাদের নতুন পরিকল্পনা বা বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। সভায় সেরকম আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভায় ভর্তি পরীক্ষা সম্পর্কিত কিছু কনক্রিট সিদ্ধান্ত আসতে পারে।

সর্বশেষ