ঢাকা   মঙ্গলবার
২৬ নভেম্বর ২০২৪
১১ অগ্রাহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা স্কুল অব ইকোনমিকসের ৬৫ শিক্ষার্থীদের এসিআই মটরস পরিদর্শন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৯, ১৮ নভেম্বর ২০২৪

ঢাকা স্কুল অব ইকোনমিকসের ৬৫ শিক্ষার্থীদের এসিআই মটরস পরিদর্শন

সম্প্রতি ঢাকা স্কুল অব ইকোনমিকস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনট্রাপ্রেনিউরশিপ প্রোগ্রামের ৬৫ জন শিক্ষার্থী এসিআই মটরস লিমিটেড-এ একটি ইন্ডাস্ট্রি ভিজিট করেন। 

এ সফরে শিক্ষার্থীদের সাথে প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও সহকারী অধ্যাপক রেহানা পারভীন, সহকারী অধ্যাপক ড. সারা তাসনীম, প্রভাষক শামিম আহমেদ এবং এডজান্ট ফ্যাকাল্টি শাহরিয়ার অর্ণব উপস্থিত ছিলেন।

উক্ত ভিজিটে শিক্ষার্থীদের সঙ্গে অর্থদেশ পত্রিকার সম্পাদক ফরহাদুল ইসলাম এবং এসিআই মটরস লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। ভিজিটকালে শিক্ষার্থীরা এসিআই মটরস লিমিটেড-এর উৎপাদন প্রক্রিয়া ও ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করেন। প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রকে আরও প্রসারিত করতে সক্ষম হন।

এমন কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যতে কর্পোরেট জগতের সাথে আরও নিবিড় সংযোগ স্থাপনে সহায়ক হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ