
বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে চীন ও কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতরাশ সভা আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারী একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ ঘোষণা দেন। প্রতিনিধি দলটি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে ঢাকা সফর করছে। এর আগে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার গৃহীত বিনিয়োগ, বাণিজ্য ও শ্রম-সংক্রান্ত সংস্কার পদক্ষেপ বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে এবং চীন ও দক্ষিণ কোরিয়ার অধিকসংখ্যক শিল্পকারখানা স্থানান্তরে সহায়ক হবে। গত আট মাসে বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে কাজ হয়েছে। এর আগে কখনও এত অনুকূল পরিবেশ ছিল না। তিনি জানান, প্রতি মাসের ১০ তারিখে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কোরিয়া ও চীনা বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতরাশ সভার আয়োজন করবে। এসব সভা বিডা আয়োজন করলেও তিনি কিছু সভায় উপস্থিত থেকে বিনিয়োগকারীদের মতামত শুনবেন। খবর বাসসের।
অবকাঠামো, বিদ্যুৎ, পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি, টেক্সটাইল, মোবাইল টেলিকম, বর্জ্য ব্যবস্থাপনা, লজিস্টিকস, আইটি সেবাসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী কমপক্ষে ৩০ চীনা বিনিয়োগকারী বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডগিয়ার কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট পলিন এনগান।
বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে