
ভারত এবং ভিয়েতনাম থেকে ৩৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে দু’টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫শ’ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি টানাইস ড্রিম এবং জি টু জি চুক্তির আওতায় (২য় চালান) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫শ’ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি হং লিনহি ১ জাহাজ দু’টি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার ৮ শ’ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।