
পরিবেশ দূষণ ও নদী দখলদারীদের নির্বাচনে অযোগ্য করতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের দাবি জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরামর্শ মতামতের আলোকে আরপিও সংশোধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে এইচআরপিবি।
বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এইচআরপিবির সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে একটা বিধান এখানে সংযোজন করা দূষণ এবং দখলকারী যারা হবেন তারা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য। এ বিষয়ে আমাদের দাবির সঙ্গে ইসি একমত।
তিনি বলেন, নদ-নদী রক্ষার্থে আমরা দীর্ঘদিন থেকে আইনি লড়াই করছি। আপিল বিভাগ থেকে একটি নির্দেশনা দিয়েছে যে নদী দখল এবং দূষণকারী যারা তারা নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে, কিন্তু সেটা আইনে নেই।
এই অধিকারকর্মী বলেন, সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন আমাদের গণপ্রতিনিধিত্ব আইনে কোনো বিধান যদি যুক্ত না থাকে তাহলে ইসি কাউকে অযোগ্য করতে পারে না।
মনজিল মোরসেদ যোগ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে দূষণ এবং দখলকারীদের জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হোক। এখানে কমিশনেও আমাদের সঙ্গে একমত প্রকাশ করেছে।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে