ঢাকা   শুক্রবার
১৪ মার্চ ২০২৫
২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

বাংলাদেশকে গবাদি পশু দিতে প্রস্তুত পাকিস্তান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশকে গবাদি পশু দিতে প্রস্তুত পাকিস্তান

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ বলেছেন, ‘বাংলাদেশের দরিদ্র খামারিদের জন্য উন্নত জাতের শাহি ওয়াল গাভির পাশাপাশি ভেড়া ও ছাগল দিতে আমরা প্রস্তুত আছি। এতে করে বাংলাদেশের খামারিদের জীবনমান আরো সমৃদ্ধ হবে।’ 

গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রান্তিক খামারিদের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দ আহাম্মেদ মারুফ আরো বলেন, ‘প্রাণিসম্পদ উপদেষ্টার দপ্তর থেকে একটি প্রস্তাবনা ইসলামাবাদে পাঠানো হলে বাংলাদেশের জনগণের জন্য উন্নত জাতের গবাদি পশু দ্রুত পাঠানো সম্ভব হবে।

’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তরিকুল ইসলাম তুর্কির সভাপতিত্বে খামারি সমাবেশে আরো উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহম্মেদ মারুফ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি গ্যাব্রিয়েল পিনেদাছ, ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল প্রমুখ।

সর্বশেষ