অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সরকারের রেখে যাওয়া অনিয়ম-দুর্নীতি ২-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। তবে কিছুটা হলেও স্থিতিশীলতা আসতে শুরু করেছে।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাইভেট সেক্টর আউটলুক: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক বাণিজ্য সম্মেলনে একথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। বিদেশি দাতা সংস্থাগুলো খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে। তবে এমন কোনো খাত নাই যেখানে অনিয়ম-দুর্নীতি হয়নি। গত সরকারের রেখে যাওয়া এসব অনিয়ম-দুর্নীতি ২-৪ মাসে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব নয়। তবে ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না।
ব্যবসায়ী নেতাদের বেসরকারি খাতে ঋণের সুদ কমানোর দাবির প্রেক্ষিতে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নীতিসুদ হার আপাতত বাড়ানো হবে না। বেসরকারি খাতে যেন ঋণ প্রবাহ কমে না যায়, সেদিকে নজর সরকার রাখছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রসঙ্গে তিনি বলেন, এনবিআরে সংস্কার হচ্ছে। রাজস্ব আদায়কারী এবং আইন-প্রণেতা দুই ধরনের কর্মকর্তাদের আলাদা করা হবে।
এ সময় এলডিসি গ্রাজুয়েশন হলে পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি।