ঢাকা   শনিবার
৩০ নভেম্বর ২০২৪
১৬ অগ্রাহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আয়কর রিটার্ন জমার সময় একমাস বাড়িয়েছে এনবিআর

agri24.tv

প্রকাশিত: ১১:৩৩, ৩০ নভেম্বর ২০২৪

আয়কর রিটার্ন জমার সময় একমাস বাড়িয়েছে এনবিআর

জরিমানাহীন রিটার্ন জমার সময় আরও একমাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে অন্যান্য বছরের তুলনায় চাপ কমেছে এবারের নভেম্বরের শেষে কয়েক দিনে। অনলাইনে রিটার্ন জমা বাড়ায় আশাবাদী কর কর্মকর্তারা।

গত ২২ অক্টোবর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশকিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করে রাজস্ব বোর্ড। এনবিআর বলছে, এতে এসব অঞ্চল ও প্রতিষ্ঠানের অন্তত ১২ লাখের বেশি রিটার্ন জমা পড়বে শুধু অনলাইনেই।

২৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন সাড়ে ১২ লাখ গ্রাহক, এর মধ্যে ই-রিটার্ন জমা পড়েছে পাঁচ লাখেরও বেশি, যা ২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে ছিল দুই লাখ ১৭ হাজার। তবে অনলাইনে রিটার্ন বাড়লেও এ সময়ের মধ্যে মোট রিটার্ন ১৫ লাখ অতিক্রম করেছে, যা গত বছরের তুলনায় খুব একটা বেশি নয়।

এরইমধ্যে প্রতি বছরের মতোই এবারও বিনা জরিমানায় রিটার্ন দাখিলের সময় প্রথম ধাপে বেড়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে অন্যান্য বছরগুলোতে নভেম্বরের শেষ মুহূর্তে সময় বাড়ালেও এবার প্রায় দুই সপ্তাহ আগেই সময় বাড়ানোর ঘোষণায় মাস শেষেও সার্কেলগুলোতে ভিড় নেই বলছেন কর কর্মকর্তারা।

কর কমিশনার (অঞ্চল-১) মো. লুৎফুল আজীম বলেন, 'শেষ ১৫ দিন আমাদের চাপ থাকে। আমরা লোকবল, জনবল শেষ ১৫ দিন বেশি রাখি। সময় বৃদ্ধির কারণে যারা করদাতা ই-টিআইএন এরইমধ্যে নিয়েছেন তারা সকলে আয়কর রিটার্ন দাখিলে সচেষ্ট হবেন। এবং এই ৩১ ডিসেম্বরের ভেতর আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানা দিতে হবে।'

সময় বাড়ানোর কারণে গত বছরের তুলনায় এবার নভেম্বরের শেষে চাপ কমলেও রিটার্ন সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা কর কমিশনারদের। তবে অনলাইনে ও সার্কেল অফিসে জরিমানাহীন রিটার্ন জমার সময় বাড়ালেও ৩০ নভেম্বরের পর কর অঞ্চলের বিশেষ আয়োজন চলবে কি-না আসেনি সে সিদ্ধান্ত।

কর কমিশনার (অঞ্চল-৭) কাজী লতিফুর রহমান বলেন, 'প্রতিটি জোনেই মানুষ অনলাইনে আগ্রহ প্রকাশ করেছে। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের ওখানে সাপোর্ট স্টাফ আছে, টেকনিক্যাল স্টাফ যারা আছে তারা এটা সহযোগিতা করছে তাদের কীভাবে সাহায্য করা যায়। আমরা এটা থেকে ভালোই রেসপন্স পাচ্ছি। প্রাথমিকভাবে আমাদের মেলা এখনও নভেম্বর পর্যন্ত আছে। এরপরের সিদ্ধান্ত রাজস্ব বোর্ড থেকে জানানো হবে।'

২০২৩-২৪ করবর্ষে দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশেন নম্বর ছিল কোটির কাছাকাছি। আর রিটার্ন জমা পড়েছিল ৪৩ লাখ। চলতি করবর্ষে টিআইএন সংখ্যা ছাড়িয়েছে এক কোটি সাত লাখ। এনবিআর বলছে, অনলাইনে রিটার্ন অভ্যস্ত করতে পারলে কমে আসবে এ পার্থক্য। আগামী দুই বছরের মধ্যে সব রিটার্ন দাতাদের অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা সংস্থাটির।