হিমালয়ের পাশের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের মাত্রা। আজ শুক্রবার জেলার তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রির ঘরে। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে তেঁতুলিয়ার মানুষ। আজ ভোর ৬টায় জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানান। তিনি জানান, তেঁতুলিয়ায় টানা ৪ দিন ধরে একই তাপমাত্রা বিরাজ করলেও আজ আবার কমে গেছে। কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছিল। কিন্তু আজ তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে নেমে এসেছে।
এদিকে শীতকে উপেক্ষা করে নিম্ন আয়ের মানুষরা ছুটছেন কাজের উদ্দেশ্যে। ভোরে বিভিন্ন স্থানে দেখা যায়, ঘন কুয়াশা। বেলা বেড়ে সূর্য উঠলেও অন্ধকার থেকেই যায়।
স্থানীয়রা বলছেন, জেলায় সূর্য ডুবতেই শুরু হয় তীব্র ঠান্ডা। ঘন কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত।