দিনাজপুরের বাজারে উঠেছে আগাম জাতের নতুন আলু। তবে দাম আকাশচুম্বী। ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নতুন আলু।
দিনাজপুরের বাহাদুর বাজারে আগাম জাতের নতুন আলু বিক্রি করতে দেখা যায়। মাত্র ২০ কেজি আলু নিয়ে বাজারে বসেছিলেন দুই ব্যবসায়ী।
ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন, নতুন সবজির পাশাপাশি নবান্ন উৎসবকে কেন্দ্র করেই নতুন আলুর দাম এত চড়া। আকাশচুম্বী দাম হলেও ক্রেতারা অল্প করে হলেও কিনেছেন। বিকেলের দিকে অবশ্য ১৪০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী, পহেলা অগ্রহায়ণকে সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব হিসেবে পালন করেন। নবান্ন উৎসব পালন করা হয় নতুন ধানের ভাত ও পায়েসের পাশাপাশি নতুন শাকসবজি দিয়ে। এখনো নতুন আলু বাজারে ওঠেনি। আরও ২০-২৫ দিন সময় লাগবে। কিন্তু এরই মধ্যে নবান্ন উৎসব। তাই আগাম জাতের নতুন আলু বিক্রি করছেন দুই ব্যবসায়ী।
বাহাদুর বাজারে বাজার করতে আসা প্রদীপ দাস বলেন, আজ শুক্রবার আমাদের সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন পালন করছেন। নবান্নে সবকিছুই নতুন লাগে। চাল নতুন, শাকসবজি—সবকিছুই নতুন। নতুন সবকিছু দিয়েই পালন করা হয় নবান্ন। বিক্রেতারা ২০০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করছেন। যেহেতু বাজারে নতুন আলু নেই, তাই এই দামে বাধ্য হয়েই কিনতে হয়েছে।
রাজবাড়ী এলাকার লক্ষণ সরকার বলেন, নবান্ন উপলক্ষে নতুন সবজি লাগে। তাই ৫০ টাকায় আধাকেজি আলু কিনেছেন। গত বছর অবশ্য ২৫০ গ্রাম আলু কিনেছিলেন ৮০ টাকায়। এবার দাম কিছুটা কম।
ক্রেতা সজীব অধিকারী বলেন,২০০ টাকা কেজি আলু। তবে কয়েকদিন ধরেই নতুন আলু খুঁজছি। ২০ টাকা দিয়ে ১০০ গ্রাম কিনেছি।
বিক্রেতা একরামুল হক বলেন, খানসামা পাকেরহাট এলাকার এক পাইকারের কাছ থেকে নতুন আলু কিনেছি। নবান্নের সময় আলুর দাম বেশি থাকে। বেশি দামে কিনতে হয়েছে। তাই দাম একটু বেশি।