হবিগঞ্জে আমন ধান ও চালের দাম এবং সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এবার জেলার ৯ উপজেলা থেকে ৩ হাজার ৪৯৯ টন ধান ও ৩ হাজার ২৪৯ টন সেদ্ধ চাল ও ৩ হাজার ৫৭২ কেজি আতপ চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা চাই থোয়াই প্রু মার্মা এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছর আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৩ টাকা, সেদ্ধ চাল ৪৭ এবং আতপ চাল ৪৬ টাকা কেজি।
হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরে আলম সিদ্দিকী জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার জেলায় ৮৮ হাজার ৩২০ হেক্টর রোপা আমনের জমি থেকে ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। চালের হিসাবে গেলে তা হবে ২ লাখ ৫১ হাজার ৯৩ টন।