ঢাকা   শনিবার
৩০ নভেম্বর ২০২৪
১৬ অগ্রাহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোপালগঞ্জে আউশে প্রণোদনা পাচ্ছেন ৫ হাজার কৃষক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:২২, ৬ এপ্রিল ২০২৪

গোপালগঞ্জে আউশে প্রণোদনা পাচ্ছেন ৫ হাজার কৃষক

গোপালগঞ্জে উফশী আউশ ফসলে প্রণোদনা পাচ্ছেন জেলার ৫ উপজেলার ৫ হাজার কৃষক। ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ ২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র , প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার ।  অনেক আগেই বরাদ্দপত্র  গোপালগঞ্জ খামারবাড়িতে এসেছে।  খামারবাড়ি থেকে এগুলো উপজেলা ওয়ারি বিভাজন করে দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসগুলো ক্ষুদ্র , প্রান্তিক ও মাঝারি কৃষকদের তালিকা প্রস্তুত করে বীজ, সার বিতরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক আব্দুল কাদের সরদার এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায়  গোপালগঞ্জ সদর উপজেলায় ১০০০ কৃষক, মুকসুদপুর উপজেলায় ১০০০ কৃষক, কাশিয়ানী উপজেলায় ১০০০ কৃষক, কোটালীপাড়া উপজেলায় ১১০০ কৃষক ও  টুঙ্গিপাড়া উপজেলায় ৯০০ কৃষক বীজ,সার সহায়তা পাবেন। একজন কৃষককে ৫ কেজি উফশী জাতের  আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এজন্য ২৫ হাজার কেজি আউশ বীজ, ৫০ হাজার কেজি ডিএপি সার ও ৫০ হাজার কেজি এমওপি সার বরাদ্দ পাওয়া গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বলেন, বরাদ্দ বিভাজন করে চিঠি আমরা উপজেলা কৃষি অফিসগুলোতে পাঠিয়ে দিয়েছি। উপজেলা  কৃষি অফিসগুলো কৃষকদের তালিকা প্রণয়ন করে বীজ সার বিতরণ করবে। তারা ইতিমধ্যে এসব কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে বলে আমরা জানতে পেরেছি। এসব বীজ,সার দিয়ে  কৃষক ৫০০০ বিঘা জমিতে আউশ ধানের আবাদ করবে। এতে গোপালগঞ্জ জেলায় আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, আমরা  গোপালগঞ্জ সদর উপজেলায় ১০০০ কৃষককে আউশে প্রণোদনার বীজ, সার দেব। ইতিমধ্যে আমরা এ সংক্রান্ত চিঠি পেয়েছি। ক্ষুদ্র , প্রান্তিক ও মাঝারি কৃষকের তালিকা প্রণয়ন করেছি।  বীজ, সার বিতরণের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে । আগামী সেমাবার আমরা বীজ,সার কৃষকের হাতে তুলে দিতে চেষ্টা করছি। আশা করছি ঈদের আগেই আমরা আউশের প্রণোদনার বীজ সার কৃষকের কাছে পৌঁছে দিতে পারব।