
সিলেট অঞ্চলের গ্রামীণ জনপদে এখন ধান কাটার ব্যস্ততা। যদিও বৈরি আবহাওয়ায় অনেক কৃষকের কপালেই চিন্তার ভাঁজ। বৃষ্টি শুরু হওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় তারা। সংশ্লিষ্ট দপ্তর বলছে, সময়ের আগেই জমির ফসল উত্তোলন সম্ভব।
হাওর পাড়ের মানুষের কাছে বৈশাখ মানেই ভোর থেকে সন্ধ্যা অবধি সোনালি ফসল সংগ্রহের উৎসব। কিন্তু বৈশাখের শুরুতেই আবহাওয়ার বৈরিতায় সেই আনন্দে অনেকটাই ভাটা পড়েছে।
সুনামগঞ্জ জেলার তাহিরপুরের বাসিন্দা মর্তুজা আলী । ২০ বিঘা জমি চাষ করলেও ধান পুরোপুরি না পাকায় এখনো সোনারঙা ধানে কাঁচি লাগাতে পারেননি তিনি। তার ওপর প্রতিকূল আবহাওয়ায় কপালে চিন্তার ভাঁজ এই কৃষকের।
মর্তুজা আলী বলেন, 'রোদ হলে তো আমার কম কষ্ট হয়। ধান যদি না কাটা হয়, হঠাৎ করে যদি বড় বন্যা হয়ে যায় তাহলে তো সব ঢুবে যাবে।'
মর্তুজা আলীর মতো সিলেট অঞ্চলের প্রায় ২৮ লাখ কৃষক এখন একই দুশ্চিন্তায়। যদিও কেউ কেউ ধান কাটার উৎসব শুরু করেছেন তবে তা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই পিছিয়ে। কারণ আবহাওয়ার পরিবর্তন আর অনেক জায়গায় পাকেনি ধান।
কৃষকদের মধ্যে একজন বলেন, 'এই রোদ আর বৃষ্টির কারণে আমাদের যত ব্যস্ততা। না হলে ধান কাটা লাগতো না। বৃষ্টির জন্য দ্রুত কাটা হচ্ছে।'
আবহাওয়ার প্রতিকূলতায় ধান কাটা নিয়ে শঙ্কা শ্রমিকদেরও। তারাও বলছেন, এমন পরিস্থিতি থাকলে ভূমি মালিকদের সাথে ভাটা পড়বে তাদের আয় রোজগারেও।
অন্যদিকে অনেক কৃষক উৎসবমুখর পরিবেশে পরিপুষ্ট ধান কাটা-মাড়াই করে গোলায় ভরছেন। উৎপাদিত ফসলের বাম্পার ফলনে বেশ খুশি তারা।
সিলেট বিভাগের চার জেলায় এবার বোরো ধানের আবাদ হয়েছে চার লাখ ৯৭ হাজার ১১৯ হেক্টর। যার মধ্যে কাটা হয়েছে ৫৩ হাজার ৪১১ হেক্টর, যা মোট উৎপাদনের ১০ দশমিক ৭৫ শতাংশ। তবে কৃষি অধিদপ্তরের আশা দুর্যোগের আগেই হাওরের ধান কাটা সম্ভব হবে।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, 'কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এবং দ্রুত যেন ধান পাকার পর কর্তন করে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এবং আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা মাঠে অবস্থান করছেন। আমরা আশা করছি আমাদের আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে আমাদের বোরো ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবো।'
চলতি বছর, সিলেট অঞ্চলে ২০ লাখ ৫১ হাজার টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ হাজার ২৫০ কোটি টাকা।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে