ঢাকা   শনিবার
১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ, ছুটি বাতিল কৃষি অধিদপ্তরের

Argi24

প্রকাশিত: ১১:১৭, ১৮ এপ্রিল ২০২৫

হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ, ছুটি বাতিল কৃষি অধিদপ্তরের

আগামী ১৮ এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কায় সুনামগঞ্জে হাওরের পাকা ধান দ্রুত কাটার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, হাওরের শতভাগ ধান কাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদপ্তরের সকল ছুটি বাতিল করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে হাওরের ধান দ্রুত কর্তন ও আগাম বন্যায় করণীয় সম্পর্কে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়া এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, ১৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে হাওরের ধান অনেকখানি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই কৃষকদেরকে ধান পাকার সাথে সাথে কেটে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সুনামগঞ্জ ও ভারতের  চেরাপুঞ্জিতে বৃষ্টির শঙ্কা থাকায় সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে