ঢাকা   শনিবার
১৮ জানুয়ারি ২০২৫
৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃত্রিম সার সংকট, বিপাকে কৃষকেরা

agri24.tv

প্রকাশিত: ০৯:৩৫, ১৭ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃত্রিম সার সংকট, বিপাকে কৃষকেরা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় চলতি রবি মৌসুমে কৃত্রিম সার সংকট দেখা দিয়েছে। ডিলার, সাব-ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় সবচেয়ে বেশি প্রয়োজনীয় ডিএপি এবং টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সারের সংকটে ভুগছেন কৃষকেরা।

কৃষকরা অভিযোগ করছেন, কিছু ডিলার ঘরে সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করেছেন এবং বেশি দামে বিক্রি করছেন।

যদিও ইউরিয়া এবং মিউরেট অব পটাশ সারের পর্যাপ্ত মজুদ থাকায় তা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে। তবে ডিএপি এবং টিএসপি সারের ক্ষেত্রে প্রতিটি বস্তায় ২০০ থেকে ২৫০ টাকা বেশি দামে বিক্রির ঘটনা ঘটছে।

উপজেলার চিৎলা গোবিন্দহুদা গ্রামের প্রান্তিক কৃষক মিজানুর রহমান ও শেখ হাতেম আলী জানান, তারা ছয় বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। এখন ডিএপি ও টিএসপি সারের প্রয়োজন, কিন্তু সারের সংকটে বিপাকে পড়েছেন।

বাধ্য হয়ে সরকার নির্ধারিত ১০৫০ টাকার ডিএপি ১৩৫০-১৪০০ টাকা এবং ১৩৫০ টাকার টিএসপি ১৫০০-১৬০০ টাকায় কিনতে হয়েছে।

দামুড়হুদা দশমী পাড়ার কৃষক নজরুল ইসলাম বলেন, যবের জমিতে সার দেওয়ার জন্য পাঁচদিন হন্য হয়ে ঘোরার পর বিসিআইসি ডিলারের কাছ থেকে এক বস্তা সার পেয়েছেন। হাউলি গ্রামের কৃষক তুজাম আলি জানান, ১০ কাঠা জমিতে ভুট্টার চাষ করেছেন। সেচ দেওয়ার পর ডিএপি সার দিতে গিয়ে অনেক ঘুরে ডুগডুগি বাজার থেকে সামান্য পরিমাণ সার জোগাড় করেছেন।

বিসিআইসি ডিলারদের দাবি, সারের কোনো সংকট নেই। তবে কৃষকরা আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় বেশি সার কিনে মজুদ করছেন। অন্যদিকে, পরিবহন সমস্যার কারণে ডিএপি ও টিএসপি সারের সরবরাহ সামান্য বিঘ্নিত হয়েছে।

দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস বলেন, উপজেলায় সারের কোনো বড় ধরনের ঘাটতি নেই। পরিবহন সমস্যার কারণে ডিলাররা পর্যাপ্ত সার আনতে পারছেন না। তবে দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।

তবে কৃষকরা অভিযোগ করলেও যথাযথ প্রমাণের অভাবে বেশি দামে সার বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং চলছে এবং শিগগিরই সারের সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ