চারা পেঁয়াজ আবাদের ধুম পড়েছে পাবনায়। মুড়িকাটা পেঁয়াজের লোকসান মাথায় নিয়ে মাঠে মাঠে চারা রোপণে ব্যস্ত চাষিরা। তবে, দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। ইতোমধ্যে চারা বিক্রি করে গুণতে হয়েছে লোকসান। পেঁয়াজের ভালো দাম না পেলে আবারও বিপদে পড়বেন বলে আশঙ্কা তাদের।
১৪ হাজার টাকা কেজি দরে পেঁয়াজ বীজ কিনে ৫ বিঘা জমিতে চারা পেঁয়াজ আবাদ করেছেন পাবনা সুজানগর উপজেলার বামুন্দি গ্রামের চাষি ময়েন উদ্দিন খান। তিনি জানান, আগে ১ মণ পেঁয়াজ বিক্রি করেছি ৭ হাজার টাকা আর এখন বিক্রি হচ্ছে দুই হাজার ৫০০, এক হাজার ৫০০, দুই হাজার টাকায়।
চাষিরা জানান, একবিঘা জমিতে ৬০ থেকে ৭০ মণ বীজ হয়। যদি মণ ৩ হাজার টাকার কম হয় তাহলে অনেক লস হবে। একজন শ্রমিকের মজুরি দিতে হয় ১ হাজার থেকে ৯০০ টাকা।
পাবনার সুজানগর উপজেলার কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম জানান, চাষিদের নিয়মিত মাঠ মনিটরিং এবং কারিগরি পরামর্শ দেয়া অব্যাহত আছে। আশা করছি- আমাদের এই সুজানগর উপজেলায় পেঁয়াজের বাম্পার ফলন হবে।
জানা যায়, জেলায় ৪৪ হাজার ২২১ হেক্টর জমিতে চারা পেঁয়াজ আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৬ লাখ ৬১ হাজার টন।