পাবনার ঈশ্বরদীতে মুড়িকাটা পেঁয়াজ উত্তোলন শুরু হওয়ায় এবং বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমতে শুরু করছে সব ধরনের পেঁয়াজের দাম। শুক্রবার ঈশ্বরদী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে ঈশ্বরদীতে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমে গেছে।
ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৫০ টাকা পর্যন্ত দাম কমায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন। ঈশ্বরদী বাজারের আড়তদাররা জানান, বাজারে ভারতের পেঁয়াজ ছাড়াও মুড়িকাটা পেঁয়াজের আমদানি বেড়েছে। এতে দেশি পুরোনো পেঁয়াজের ওপরও চাপ কমছে।
পাইকারিতে দাম কমতে শুরু করায় ভোক্তা পর্যায়ে খুচরা বাজারে প্রভাব পড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। আর কয়েকদিনের মধ্যে পুরোদমে পেঁয়াজ বাজারে উঠলে দাম আরো কমতে পারে বলে জানান স্থানীয় ব্যাবসায়ী মজিবর রহমান।
ঈশ্বরদী বাজার ও আড়ত ঘুরে দেখা গেছে, বাজারে প্রকার ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারিতে ১০০ টাকা থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নতুন মুড়িকাটা পেঁয়াজ পাইকারি ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজ পাইকারিতে ৮৫ থেকে ৯০ টাকা ও খুচরায় ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে। এর আগে দেশি পেঁয়াজ ১৮০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজের দাম উঠেছিল ১৫০ টাকা পর্যন্ত।
ঈশ্বরদী বাজারের পাইকারি ব্যবসায়ী তন্ময় ইসলাম বলেন, ভারতীয় পেঁয়াজের পাশাপাশি মুড়িকাটা পেঁয়াজ বাজারে ওঠায় দাম কমেছে।
সবজি ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, গত দুতিন দিন ধরে বাজারে পুরোদমে আসতে শুরু করেছে ভারতীয় ও স্থানীয় মুড়িকাটা পেঁয়াজ। বাজারে আসা ক্রেতা তানজিরুল আলম বলেন, পেঁয়াজের দাম কমে যাওয়ায় কিছুটা স্বস্তি পাচ্ছি।