ঢাকা   মঙ্গলবার
২৬ নভেম্বর ২০২৪
১১ অগ্রাহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নভেম্বরেও বৃষ্টির আভাস, ক্ষতির মুখে পড়তে পারে শীতকালীন কৃষি

agri24.tv

প্রকাশিত: ১১:০৫, ৬ নভেম্বর ২০২৪

নভেম্বরেও বৃষ্টির আভাস, ক্ষতির মুখে পড়তে পারে শীতকালীন কৃষি

অক্টোবর গিয়ে নভেম্বর মাস পড়েছে আজ ৫ দিন হলো। এরই মাঝে রাজধানীতে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। এ বৃষ্টি ধারাবাহিকভাবে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জেলায় অব্যাহত থাকতে পারে। এতে করে ক্ষতির মুখে পড়তে পারে শীতকালীন কৃষি।

গেলো মাসে ভারিবৃষ্টির কারণে ময়মনসিংহ বিভাগজুড়ে বন্যা দেখা দেয়। এতে করে শেরপুর, ময়মনসিংহের হালুয়াঘাট-ধোবাউড়াসহ নেত্রকোণার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়। এতে করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় ওই অঞ্চলের কৃষি।  ফলে নবান্নের শুরুতে এই অঞ্চলের কৃষকরা ঘরে পাকা ধান তুলতে পারবেন না। একারণে ধানের মূল্যবৃদ্ধির শঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আলু, বেগুন, ফুলকপি, শালগাম, মুলা, গাজরের মতো সবজির বাজারে পড়তে পারে প্রভাব। গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলে আলু ও সবজির ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। বাড়তে পারে শীতকালীন শাকসবজির মূল্য। শীতকালের বৃষ্টিতে ফসলের জমিতে পানি জমে গেলেই বেশি ক্ষতি হয়। যদি ২০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, তাহলে ফসলি জমিতে পানি জমে যাবে। পানি জমে গেলেই যেকোনো ফসলের জন্য ক্ষতি হবে। তবে শীতকালে অল্প বৃষ্টি হলে সবজি ক্ষেতের জন্য উপকারও হয়।

এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’র রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়টি। এ ছাড়া এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে, পাশাপাশি থাকবে শীতের আমেজ।

গত অক্টোবরে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ২৯ শতাংশ বেশি বৃষ্টিপাত ছিল। ওই মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। যার মধ্যে দুটি পরে গুরুত্বহীন হয়ে পড়লেও একটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড় ‘দানা’য় রূপ নেয়।

এরই মধ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

নতুন করে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সর্বশেষ