ঢাকা   শনিবার
১৮ জানুয়ারি ২০২৫
৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

ফসল বিভাগের সব খবর

পানের বরজে শীতের মড়ক, এনজিওর ঋণের টাকা নিয়ে অন্ধকার দেখছেন কপিল মাঝি

পানের বরজে শীতের মড়ক, এনজিওর ঋণের টাকা নিয়ে অন্ধকার দেখছেন কপিল মাঝি

কপিল মাঝির পানের বরজটি ৭০ শতক জমিতে। চলতি মৌসুমে এখানে পান চাষের জন্য ১০ লাখ টাকা খরচ হয়েছে তাঁর। এর অধিকাংশই ধারদেনা করে জোগাড় করেছেন। সপ্তাহজুড়ে ঘন কুয়াশার কারণে চোখে অন্ধকার দেখছেন কপিল। বুধবার তাঁর সঙ্গে কথা হয় বরগুনার আমতলী উপজেলার গোছখালী গ্রামে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশায় তাঁর বরজের সব পানপাতা লাল হয়ে ঝরে গেছে। বছর শেষে দুই লাখ টাকা আয় হবে কিনা, এ নিয়ে দুর্ভাবনায় পড়েছেন তিনি। এখান থেকে ঋণ শোধ কীভাবে করবেন, পুরো বছর সংসার চালাবেন কীভাবে– প্রশ্ন ছুড়ে দেন কপিল।

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ১১:১০