ঢাকা   মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬

রাজধানীতে চলছে কৃষিপ্রযুক্তি মেলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৫, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১৬:২৯, ২৭ এপ্রিল ২০২৪

রাজধানীতে চলছে কৃষিপ্রযুক্তি মেলা

রাজধানীতে ১৩টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলা চলছে। এখানে আধুনিক সব কৃষিপ্রযুক্তি মেশিনারিজ পাওয়া যাচ্ছে। মেলায় বিভিন্ন ধরনের নতুন পণ্য পেয়ে খুশি দর্শনার্থী ও উদ্যোক্তারা। এই মেলা শেষ হবে আগামী ২৭ এপ্রিল।

এবারের মেলায় পাওয়া যাচ্ছে প্রায় ৮ প্রকারের তেল নিষ্কাশন মেশিন। আধুনিক এসব মেশিনের মাধ্যমে ঘণ্টায় সর্বোচ্চ ৫০০ লিটার পর্যন্ত তেল নিষ্কাশন করা সম্ভব। আর এটির দাম পড়বে ৪ লাখ ৮০ হাজার টাকা।

শুধু এই মেশিন নয়, এরকম প্রায় কয়েকশ’ আধুনিক মেশিনারিজ নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কৃষিপ্রযুক্তি মেলা চলছে। যেখানে পোল্ট্রি কেজ, এগ ইনক্যিউবেটর, হাঁস-মুরগি ও গরু-ছাগলের পিলেট ফিড মেশিন, মাছের ভাসমান ফিড মেশিন, অটো ফিডিং লাইন, মিল্কিং মেশিন, অটো ড্রিংকিং ফুল সেট আপসহ প্রায় কয়েকশ’ আধুনিক কৃষি মেশিন পাওয়া যাচ্ছে।

তিন দিনব্যাপী এ মেলায় বাংলাদেশ, চীন, ভারত, ইতালি, ভিয়েতনাম, জার্মানি, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুর্কিয়ে, কানাডা, সিংগাপুর ও মালয়েশিয়ার ৩৫০টি স্টল রয়েছে। বিদেশি কোম্পানিগুলো বলছে, দিন দিন আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তুর্কিয়ের স্টলের এক প্রতিনিধি বলেন, ‘আমি তুর্কিয়ে থেকে এসেছি। এই মেশিনের মাধ্যমে আপনি গম থেকে আটা বের করতে পারবেন। অন্য মেশিনের চেয়ে আমাদের মেশিনে আটা মিহি ও পরিবেশবান্ধবভাবেই বের করতে পারবেন। এই দেশে এ ধরনের মেলা আরও হওয়া দরকার।’

ফ্রান্সের স্টলের এক প্রতিনিধি বলেন, ‘ফ্রান্স থেকে বাংলাদেশের মেলায় অংশ নিতে পেরে ভালো লাগছে। এটাই আমার প্রথম বাংলাদেশে ভ্রমণ। ২০ বছরের বেশি সময় ধরে আমরা এখানে ব্যবসা করে যাচ্ছি। আধুনিক কৃষিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

একই ছাদের নিচে আধুনিক কৃষির সব পণ্য পেয়ে খুশি মেলায় আসা ব্যবসায়ী ও দর্শনার্থীরা। তবে অন্যান্য বছরের চেয়ে এ বছর পণ্যের দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেন তারা।

আধুনিক কৃষি অনেক এগিয়েছে দাবি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘শুধু পরিমাণে নয় কৃষি পণ্যের গুণগত মানের দিকেও নজর বাড়াতে হবে।’

সর্বশেষ