ঢাকা   মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬

তীব্র তাপপ্রবাহ: পশু-পাখির সেবায় মাঠে প্রাণিসম্পদ দফতর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:১৩, ৪ মে ২০২৪

তীব্র তাপপ্রবাহ: পশু-পাখির সেবায় মাঠে প্রাণিসম্পদ দফতর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এতে গবাদী পশু-পাখি নিয়ে দুশ্চিন্তায় খামারি ও কৃষকরা। এরই মধ্যে মাঠে নেমেছে প্রাণিসম্পদ দফতরের মেডিকেল দল। তারা ভ্রাম্যমানভাবে সেবা দিচ্ছেন ওইসব প্রাণির।

সম্প্রতি সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপতালের উদ্যোগে প্রাণি সেবায় বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।

ইতোমধ্যে খামারিদের নিয়ে উঠান বৈঠক, স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সেইসঙ্গে উপজেলার প্রত্যান্ত অঞ্চলে মাইকে প্রচারসহ খামার পরিদর্শনে পশু-পাখির চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল্লাহেল কাফী বলেন, এই দফতরের এলএসপি, স্যালো ও টেকনিশিয়ানসহ মাঠপর্যায়ের সকল কর্মীদের মাধ্যমে সচেতনতামূলক প্রচার-প্রচারণা করা হচ্ছে। যাতে করে তীব্র তাপপ্রবাহের কবলে কোনো খামারে প্রাণির ক্ষতি না হয় সে ব্যাপারে তৎপরতা রাখা হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম জানান, খামারিদের তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য ভ্রাম্যমান ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে জরুরি সেবা কার্যক্রম অব্যাহত আছে।

সর্বশেষ