চুক্তিভিত্তিক প্রান্তিক ব্রয়লার খামারে মুরাগির উৎপাদন ব্যয় কম হওয়ায় খামারি এবং ভোক্তা উভয়ে লাভবান হচ্ছেন। এর ফলে খামারে বাড়তি উৎপাদন হচ্ছে এবং উৎপাদন খরচ কমে যায়। ফলে খামারি বেশি মুনাফা পায় এবং ভোক্তারা ও কম দামে মুরগি কিনতে পারেন। দেশের পোলট্রি শিল্প সংশ্লিষ্টরা এ মন্তব্য করেছেন।