যেখানে চোখ যায়, সেখানেই খেজুরের থোকা। কোনোটি লাল, কোনোটি হলুদ। রসালো মিষ্টি খেজুরে ভর্তি সারি সারি গাছ। দেখে মনে হতে পারে মধ্যপ্রাচ্যের কোনো মরুভূমির খেজুরবাগান। কিন্তু অবাক করার মতো হলেও সত্যি, এই দৃশ্য উপকূলীয় জেলা বাগেরহাটের। লবণাক্ত জমিতে গড়ে উঠেছে সৌদি খেজুরের সফল বাণিজ্যিক বাগান, যা খুলে দিয়েছে কৃষিতে সম্ভাবনার নতুন দ্বার।